The Phrase And The Clause

The Phrase And The Clause

একটি বড় Sentence-এ কতকগুলো word একত্রিত হয়ে ব্যবহৃত হয়। Word-এর এই Group দুই প্রকারের হয়ে থাকে। যেমনঃ PhraseClause.
PHRASE
The students left the class in a body.
He is on the bank of ruin.
উপরের Sentence দু'টিতে in a body, on the bank of শব্দ গুচ্ছ দ্বারা মনের ভাব আংশিক প্রকাশ পায়, তবে সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। তাছাড়া প্রত্যেকটি শব্দ গুচ্ছ একটি Parts of speech রূপে ব্যবহৃত হয়েছে। এদের কোন Subject এবং Finite Verb নেই। এগুলো Phrase.
অতএব যে শব্দ গুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে, যাতে কোন Subject ও Finite Verb থাকে না এবং যা একটি Parts of Speech রূপে ব্যবহৃত হয় তাকে Phrase বলে।

Phrase ভিন্ন ভিন্ন Parts of Speech এর নাম গ্রহণ কর। ইংরেজীতে প্রধানতঃ Phrase পাঁচ প্রকারঃ
1. Noun Phrase: যে Phrase Noun-এর কাজ করে তাকে Noun Phrase বলে। I do not know how to swim. To swim is a good exercise.
প্রথম Phrase "to swim" know verb-এর object রূপে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তা Noun রূপে ব্যবহৃত হয়েছে। তাই to swim এখানে Noun Phrase. দ্বিতীয় Phrase To swim" is verb-এর Subject. তা Noun এর মত ব্যবহৃত হয়েছে। তাই To swim, Noun Phrase.

2. Adjective Phrase: যে Phrase কোন Sentence-এ Adjective-এর কাজ করে তাকে Adjective Phrase
বলে। He is out and out a gentleman. উপরের Sentene-এ "out and out" gentleman Noun-টিকে qualify করে অর্থাৎ তা Adjective-এর মত কাজ করে। তাই "out and out" Adjective Phrase.

3. Adverb Phrase: যে Phrase কোন Sentence-এ Adverb-এর কার্যসম্পন্ন করে তাকে Adverb Phrase
বলে। The sinners suffer in the long run. এখানে "in the long run" Phrase-টি Verb suffer-কে qualify করেছে এবং তা Adverb-এর মত কাজ করেছে তাই "in the long run" Adverb Phrase.

4. Preposition Phrase: যে Phrase কোন Sentence-এ Preposition-এর মত ব্যবহৃত হয় তাকে Preposition Phrase বলে। In spite of his illness, he attended the meeting.
উপরের Sentence-এ "in spite of Phrase-টি "illness" Noun-টির পূর্বে বসে attended verb-টির সাথে illness এর সম্পর্ক প্রকাশ করতেছে, অর্থাৎ এ phrase-টি preposition-এর কার্য সম্পন্ন করছে, তাই "in spite of
prepositional phrase.

5. Conjunction Phrase: যে Phrase কোন Sentence-এ দু'টি Clause-কে যুক্ত করে তাকে Conjunction Phrase বলে।
I shall come back as soon as I can.
উপরের Sentence-এ as soon as phrase-টি I shall come back এবং I can এই Clause দু'টিকে যুক্ত করেছে এবং Conjunction-এর ন্যায় কার্য সম্পন্ন করেছে। তাই "as soon as" conjunction phrase. Note: উপরোক্ত পাঁচ প্রকারের Phrase ছাড়াও Verbal Phrase Interjection Phrase আছে।
EXERCISE
Find out the phrase and classify them:
1. There is a garden in front of my study. 
2. There are ups and downs in life. 
3. He could not go to college on account of fever. 
4. No sooner had he seen me than he ran away. 5. 1 write to him now and then. 
6. He left the hostel bag and baggage. 
7. We left the hostel bag and baggage. 
8. You are good for nothing. 
9. There is no hard and fast rule in this matter. 
10. He is a man of letters. 
11. He comes here off and on. 
12. He is a man of letters. 
13. We discussed the pros and cons of the problem. 
14. Birds of the same feather flock together. 
15. Come as quickly as you can. 
16. He is at the point of death. 
17. The students left the class room in a body.

CLAUSE
The boy said that he would help me. I saw a boy who was playing football. উপরের Sentence-দু'টি that he would help me এবং who was playing football-এ দু'টি বাক্যাংশে লক্ষ্য করলে দেখা যায় তাদের প্রত্যেকের একটি Subject ও Finite Verb আছে। তারা প্রত্যেকেই একটি বড় Sentence- এর অংশরূপে সে Sentence-এ অবস্থান করছে। তাই তারা Clause.
অতএব, যে শব্দ সমষ্টিতে (Group of Words) একটি Subject ও একটি Finite Verb থাকে এবং যা বৃহত্তর Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে Clause বলে।

KINDS OF CLAUSES
Clause তিন প্রকারঃ 
(1) Principal Clause বা Independent Clause 
(2) Subordinate Clause বা Dependent Clause 
(3) Co-ordinate Clause.

1. Principal Clause: যে Clause-এ একটি Subject, একটি Finite Verb থাকে এবং মূল Sentence থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Clause বলে।
Everybody likes him because he is very simple. এখানে Everybody likes him-Principal Clause কারণ তা মূল Sentence থেকে বিচ্ছিন্ন করলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

2. Subordinate Clause: যে Clause-এ একটি Subject এবং একটি Finite Verb থাকে কিন্তু Principal Clause-এর উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বা Dependent Clause বলে। যেমনঃ Unless you work hard, you will fail.

3. Co-ordinate Clause: যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause কোন Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Co-ordinate Clause বলে।
I sent him a letter and he replied Note: Clause-এর উপর বিশদ আলোচনা Clause analysis-এর chapter-এ আলোচনা করা হয়েছে।

Share this post with friends

See Previous Post... See Next Post...
No one has commented on this post yet
Click Here To Comment

Comment in Accordance With OEP Policy. Every Comment is Reviewed.

comment url