আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি এপস এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, এপসটি যারা কোনো দিন দেখেননি বয়বহার করেননি তারা একবার এই এপসটি ব্যবহার করলে আপনার ফোন থেকে আর ডিলিটি করবেন না!
____একবার খায়
__________বারবার চায়
এরকমই কিছু একটি আছে এই এপসটিতে, আচ্ছা বিশ্বাস হচ্ছে না, ওকে একবার এপসটি ডাউনলোড করে দেখেন!
আমি তো বাবা এই এপসটি ছাড়া ২ঘন্টাও থাকতে পারি না, আর আমি এই এপসটি ব্যাবহার করি তার সবচেয়ে বড় কারণ এটিতে কোডিং করে খুব মজা!
_____খুব টেস্টি আর কি
আর সবচেয়ে অবাক বিষয় হলো এপসটি প্লে স্টোরে তন্নতন্ন করে খুজলেও পাবেন না,
হয়তো আমার জন্মের আগে কোনো দিন এপসটি প্লে স্টোরে ছিলো, তবে আমি জানি না!
___________________________________________
এপসটিতে অনেক গুলো ফিচার আছে, তার মধ্যে কিছু ফিচার এর স্ক্রিনশট দেখুন…
_____উপরেরটা,
অন্যান্য ফাইল ম্যানেজারের থেকে এটা ব্যবহার এবং কাজও মজার, নিজে ট্রাই করলেই বুঝতে পারবেন!
আর হ্যা, এপসটিতে আপনি কোডিং ও করতে পারবেন!
মোবাইলে কোডিং করার সবচেয়ে ভালো এই এপসটিই হবে!
আপনার ফোন কি মাঝে মাঝে হ্যাং করে? এই এপসটিতে রয়েছে ক্লিন সিস্টেম! ৩০ সেকেন্ডে আপনার ফোনটি ক্লিন করে দিবে!
দাড়ান, দাড়ান এটাতে রিসাইকল বিন ও আছে! কিছু ভূল করে ডিলিট করে দিলে আবার ফেরত আনতে পারবেন!
_______তাহলে ডিটেইলস দেখে কেমন লাগলো?
__________এবার ডাউনলোড করুন
________________ডাউনলোড করুন
এপসটি কেমন লাগলো জানিয়েন, তাহলে একটু আর কি ভালো লাগতো….
তাহলে ভালো থাকেন বাসায় গেলাম আবার কিছুদিন পর আসব!
Read More