আপনার ব্লগ/ওয়েবসাইট এর পোষ্ট যাচাই করে নিন পোষ্টটি ইউনিক নাকি নাহ্
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগ কিংবা ওয়েবসাইট এর পোষ্ট এর ইউনিক নাকি ইউনিক নাহ এটা যাচাই করবেন।
আমাদের অনেকেরই ব্লগ /ওয়েবসাইট আছে। আর আমরা প্রয়োজন অনুসারে সাইটটিতে অথর রাখি। তারা পোষ্ট ও করেন। বাট আমরা অনেকে জানি নাহ যে পোষ্ট গুলা আদৌ ইউনিক নাকি ইউনিক নাহ্।
দেখা যায় অপ্রয়োজনীয় পোষ্ট তথা স্প্যাম পোষ্ট করার ফলে আমাদের ব্লগ/ওয়েবসাইটে এডসেন্স থাকলে তা ব্লক হয়ে যায়। বাট আমরা অনেকে ঠিক মতো বুঝে ওঠতে পারি নাহ্। যে কেনো আমাদের ওয়েবসাইট থেকে এটা ব্লক হয়ে গেলো।
আসলে এই এডসেন্স ব্লক হওয়ার মুল কারন হলো স্প্যাম পোষ্ট, এবং অন্য ওয়েবসাইট থেকে কপিকৃত পোষ্ট৷
তোহ আজ আমি দেখাবো কিভাবে বুঝবেন পোষ্টটি ইউনিক নাকি নাহ্। এর জন্য আপনাকে দেখানো স্ক্রিনশট গুলা ফলো করতে হবে।
প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন। Plagarism Cheker Tool.
এবং তারপর নিচের দেয়া রেজাল্টযুক্ত ওয়েবসাইটের উপর ক্লিক করুন।
এবার আপনার পোষ্টটি পেষ্ট করেন। তারপর Cheak Plagarism এ ক্লিক করেন।
তারপর নিচে একটু স্ক্রল করলেই আপনার পোষ্টটি কত পারসেন্ট ইউনিক তা দেখতে পারবেন।
তোহ এভাবে আপনি আপনার পোষ্টটি ইউনিক কিনা তা যাচাই করতে পারবেন।
আশা করি ভালো লেগেছে। কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
😇Visit my blog💔
Read More
জানুন কিভাবে চিত্ শত শত প্রতিটি দিন করতে.
লিংক – https://tinyurl.com/y7t5j7yc