ফেসবুক অতীত ও বর্তমানের সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। ভবিষ্যতে ফেসবুক এতোটা জনপ্রিয় থাকবে কি না জানি না।
…১০ বছরের বাচ্চা হতে শুরু করে ৮০ বছরের বয়স্ক চাচা চাচিও এখন ফেসবুক ব্যবহার করে।
সবাই না কেউ কেউ, তবে ইয়ং জেনারেশন মানে ১৮-৪০ বছরের প্রচুর মানুষ ফেসবুক ব্যবহার করে।
___সেটা বড় কথা নয়
________বড় কথা হলো…
ফেসবুক পোস্টে লাইক ছাড়া আইডির দাম নাই, তাহলে লাইক আসেও তো না।
কেউ কেউ ভাবে যতো ফ্রেন্ড হবে ততো লাইক হবে।
_______আসলে এটা আমি ভাবতাম
আমার মনে হয় অনেকেই এটা ভাবে। ভাবাভাবির কাজ নাই কথা হলো এটা সম্পূর্ণ ভূল,
• অতএব ফেসবুক আইডিতে বেশি বেশি ফ্রেন্ড থাকলে বেশি লাইক বেশি কমেন্ট পাওয়া যায় না এরজন্য টেকনিক খাটাতে হয়।
___আবার কেউ কেউ আছে যারা অজানা অচেনা শত শত মানুষকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায় কিন্ত নিজের আপন চেনা লোক যে, তাকে রিকুয়েষ্ট পাঠিয়েছে বাবাজি সেইটা এক্সেপ্ট করে না।
………WHY?
কারন এটা বর্তমানে ফেসবুকে ছেলেমেয়েদের ভাব, ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট না করলে ফলোয়ার বাড়ে আর এই ফলোয়ারটি আমাদের ভাব।
আরে ভাই এই ভাব বাদ দেন আপনার আইডিতে ৫০০ ফলোয়ার বাট, আপনার প্রোফাইল ফটোতে ৫টা লাইক…হা হা হা
এটা লাভ নাই ভাই
আজকে আমি আপনাদেরকে ফেসবুকের ছোট্ট কয়েকটা টিপস দিবো, এই টিপস গুলো অন্তত্য ১সপ্তাহ মেনে চললে আপনার আইডিতে ৫০টা ফ্রেন্ড হলেও আপনার পোস্টে ১০০+ লাইক আসবে।
——How? ——-
• একটি কথা জেনে রাখুন ফেসবুকের পোস্ট মানুষের কাছে পৌছালে লাইক কমেন্ট আসবেই। তবে আমাদের পোস্ট গুলো যদি না পৌছায় তাহলে লাইক আসবে কি করে?
হাজার হাজার ফ্রেন্ড বানিয়ে লাভ নাই, যদি না ফেসবুক তাদেরকে আপনার ফ্রেন্ড মনে না করে।
- ফেসবুকে আপনার প্রতিটি ফ্রেন্ড যাদেরকে আপনি চিনেন তাদের পোস্টে লাইক করতে হবে। এরফলে ফেসবুক আপনাদের দুজনকে কিছুটা গুরুত্ব দিবে। পরবর্তী-তে আপনি কোনো পোস্ট আপলোড করলে তার নিউজফীডের প্রথমে না থাকলেও কয়েকটা পোস্টের নিচে অবশ্যই থাকবে।
- লাইক ততোটা কাজ করে না, তবে তার প্রত্যােকটি পোস্টে লাইক দিলে অবশ্যই ভালো কাজ করবে।
- কমেন্ট এটা অত্যধিক জরুরি একটি বিষয়, ফেসবুক লাইকের চেয়ে দুইগুণ বেশি গুরুত্ব কমেন্ট কে দেই, কারোর পোস্টে যখন কমেন্ট করবেন তখন ঐ পোস্টি আবারও নিউজফিডে চলে আসবে কিছুক্ষণের জন্য।
- —— জানি না আমি আপনাদের বোঝাতে পারছি কি না?
- পরবর্তী-তে যখন আপনি কোনো পোস্ট আপলোড করবেন তখন সেই ব্যাক্তি যেই ব্যাক্তির পোস্টে আপনি কমেন্ট করেছিলেন তার নিউজফিডে পোস্টি অবশ্যই যাবে।
কমেন্ট রিপ্লাইঃ এটাও কমেন্টের মতো কাজ করে মানে কেউ কারো কমেন্টে রিপ্লাই দিলে যেই পোস্টের কমেন্টে রিপ্লাই দিবে সেই পোস্টি আবার কিছুক্ষণের জন্য নিউজফিডে যাবে। আর নিউজফিডে যারা পোস্টিতে লাইক করে নি তাদের মধ্যোও কেউ কেউ লাইক কমেন্ট করতে পারে।
- ফেসবুক চ্যাট এটিও খুব গুরুত্বপূর্ণ মানে আপনার আইডির পোস্টের লাইকের জন্য। যার সঙ্গে যতো বেশি চ্যাটিং করবেন ফেসবুক তার সাথে ততোই আপনার সম্পর্ক বেশি ভাববে। এবং আপনি কোনো পোস্ট আপলোড করলে তার নিউজফিডে পৌছে যাবে।
- ——–তাই বলে, hi, hlw, how are u
- এই গুলো বলে অচেনা মানুষকে ডিস্টাপ করেন না।
আজকে যে কয়টি বিষয় বললাম এগুলো আমি কেমন বোঝাতে পেরেছি আমি নিজেও জানি না। এটি আপনাদের উপর নির্ভর যে, কে কতটুকু বুঝতে পারলো।
আমার এই বিষয় গুলো মেনে চললে অবশ্যই বেশি বেশি লাইক পাবেন।
তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মা-বাবার কথা শুনে চলুন।
আর সময় পেলে আমার পোস্ট পড়তে টিপসবিডিতে আসুন।
Read More
Aita ki wordpress naki blogger
WordPress