হাই! কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন? আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি!
এটা আমার নতুন একটি ব্লগ এখানে আমি আপনাদের-কে টেকনোলজি বিষয়ক সাহায্য করব!
আসুন প্রথমে পরিচয় হয়ে নেই,
————-আমি বাইজিত, প্রযুক্তির এই দুনিয়াতে ৪বছর ধরে আছি! আস্তে আস্তে আমি এই প্রযুক্তির নানান দিক বিষয় গুলো সম্পর্কে জেনেছি, এবং অনেকটা শিক্ষেছি————
————–আর এখন থেকে প্রতিদিনই আপনাদেরকে আমি যা যা জানি তা শেক্ষানোর চেষ্টা করব___________
আজকের বিষয়টি হলো ফেসবুক, এবং সাব বিষয় বুস্টিং, অতএব ফেসবুক পোস্ট বুস্টিং নিয়ে আজকে আলোচনা করব!
….২০০০৪ সালে শুরু সোশ্যাল মিডিয়া ফেসবুক, শুরুর দিকে আমেরিকা এবং ইন্ডিয়ার ইউসার বেশি ছিলো বাংলাদেশের মানুষ তখন ফেসবুককে ততোটা চিনতো না!
আস্তে আস্তে সারা বিশ্ব ছড়িয়ে গেলো এই ফেসবুক! ধীরে ধীরে ফেসবুক এখন মিলয়ন ইউসার পেরিয়ে বিলিয়ন হয়ে গেছে!
আর ফেসবুক এই সুযোগটাই কাজে লাগিয়ে তৈরী করেছে একটি মার্কেটিং ম্যানেজার! আমি একদিন একজনের থেকে শুনলাম ফেসবুকে নাকি এডস দেওয়া যায়, অনেক ভাবলাম ফেসবুকে এডস দেই কিভাবে?
যদিও বা উত্তরটা পেতে আমার ১বছর সময় লেগেছিলো!
————তাতে কি এখন তো জানি!
আসলে ফেসবুকে এডস দেওয়া মানে প্রমোট করা, যাকে বাংলায় উন্নত বলা হয়… আপনার একটি বিজনেস আছে সেখানে আপনি কিছু জিনিস সেল করেন, সেখান থেকে কয়েকটা জিনিসে অফার দিলেন আর সেই অফারটি নিয়ে আপনার বিজনেস এর ফেসবুক পেজে পোস্ট করলেন!
এবং পোস্টটা বুস্ট করলেন তারফলে অনেক মানুষ আপনার এই পোস্টা দেখতে পাবে, এবং আপনার বিজনেসা আরো একটু উন্নত হবে!
মূলত এটাই ফেসবুক এডস এর রহস্য,
শুধু পোস্ট নয়, পেজ, সাইট, ভিডিও ইত্যাদি অনেক কিছু ফেসবুক থেকে প্রমোট করতে পারবেন!
আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করবেন?
আর পুরো প্রসেসটা আমি মোবাইল দিয়ে করে দেখাবো, ফেসবুক লাইট ভার্সন ব্যবহার করে!
_______তাহলে চলুন শুরু করি আপনার ফেসবুক লাইট এপস এ প্রবেশ করুন, এরপর লগইন করুন তারপর আপনার পেজে প্রবেশ করুন________
এবার Promoteএ ক্লিক করুন!
এবার Boost Your Post এ ক্লিক করুন!
যেই পোস্টি বুস্ত করতে চান সেইটার ডান পাশে Boost বাটনে ক্লিক দিন!
এবার আপনার বাজেট, এবং ডুরেশন সিলেক্টেড করে Boost Post Now এ ক্লিক করুন!
এবার অপেক্ষা করুন আপনার পোস্টাা রিভিউ হবে, ২-৩ ঘন্টার মধ্যে পোস্টাা বুস্ট একটিভ হয়ে যাবে!
আশা করি আজকের আমার এই টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে? আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকলে আমার সাইটের সঙ্গেইথাকুন !
আর পোস্টাা কেমন হলো তা জানাতে কমেন্টকরুন!
Read More