আসসালামু আলাইকুম । কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন । আর আমিও ভালো আছি ।
বর্তমানে আমাদের বাংলাদেশী অনেক হোস্ট সার্ভার অনলাইনে আছে । এখন আপনি ইচ্ছা করলেই যেকোনো সময় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেসব সার্ভার থেকে হোস্ট কিনে নিতে পারেন । তবে হোস্ট কেনার আগে অবশ্যয় আপনাকে জানতে হবে যে…
- আপনি যেই সাইট থেকে হোস্ট নিবেন সেটা কি ট্রাস্টেড কি না?
- আপনি যেখান থেকে হোস্ট ডোমেইন নিচ্ছেন সেখানে আপনার কোনো সমস্যা হলে আপনি সাপোর্ট পাবেন কি না?
- এবং সেই সাইট্টিতে ২৪ ঘন্টা লাইভ সাপোর্ট দেই কিনা?
- এবং আপনি যেই সাইট থেকে সার্ভিস নিবেন সেই হোস্টটা ভালো কি না?
উপরের বিষয় গুলো খুবই গুরুত্তপূর্ণ তাই হোস্ট ডোমেইন নেওয়ার আগে অবশ্যয় এই বিষয় গুলো সেই সাইটে আছে কিনা তা জেনে নিতে হবে ।
আমাকে আপনারা অনেকেই চিনেন আমি ট্রিকবিডিতে দীর্ঘ ১ বছর ধরে আছি । এবং এ প্রযন্ত আমি ট্রিকবিডিতে কোনো হোস্ট সাইট নিয়ে পোস্ট করি নাই …কারণ বর্তমানে বাংলাদেশের অনেক গুলো সাইট ট্রাস্টেড নয় । তবে আজকে আমি একটা বাংলাদেশী হোস্ট সাইট রিভিউ করব যেটা অনেকেই চিনে ।
পুতুলহোস্ট ( putulhost.com)
২০১৪ সাল থেকে সাইট্টা অনলাইনে আসে ।এবং দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে তারা সততার সঙ্ঘে দেশ সেরা হোস্ট প্রোভাইড করে আছসে । অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, বাইজিত ভাই আপনি আপনার সাইটে কোন হোস্ট ব্যবহার করেন …?
আজ সেই উত্তরটা দিচ্ছিঃ আমি ২বছর ধরে (পুতুলহোস্ট) এর সার্ভিস ব্যবহার করি ।
শুধু আমি নয় ৪০০০ এর ও বেশি মানুষ পুতুলহোস্ট এর সার্ভিস ব্যবহার করে । তার মধ্যে কিছু সাইট নাম বলি…
- TwiceBD.Com
- WizBD.Com
- TrickFox.Com
- TechBD25.Com
- TwiceBD.Info
- TipsBD.Info
- ITJano.Com
শুধু এরাই নয় আরো হাজার হাজার ক্লাইন্ট আছে পুতুলহোস্ট এর…
আজকে এই পোস্টা করার একমাত্র উদ্যেশ্য সঠিক একটি সাইট আপনাদের কে চিনিয়ে দেওয়া । পুতুলহোস্টে বর্তমানে ৭ দিনের জন্য একটা অফার চলছে সেই অফারটা নিয়ে আজকের পোস্টা …
৬০৳ তে (XYZ) ডোমেইন দিচ্ছে পুতুলহোস্ট অফারটি ৭দিনের জন্য
একবার ভেবে দেখুন তো দেশের সেরা সাইটে যদি এতো সুন্দর একটা অফার পান তাহলে সেটা কেনো মিস করবেন? এখনি অর্ডার করুন ।
COPON CODE : BAIJIT60
এবার আসুন দেখে নেই কিভাবে পুতুলহোস্ট থেকে ডোমেইন অর্ডার করবেন???
প্রথমে নিচের লিংকে যান …
এবার নিচের স্ক্রীনসুট লক্ষ করুন ।

আপনি যেই ডোমেইনটি কিনতে চান সেটি লিখে সার্চ করুন ।

ডোমেইনটি AVAILABLE থাকলে ADD TO CART এ ক্লিক করুন ।

এবার CONTINUE করুন ।

এবার BAIJIT60 কৌপন কোডটি ব্যাবহার করুন ।

এবার আগে একাউন্ট থাকলে লগিন করুন না থাকলে একাউন্ট তৈরী করুন ।

এবার অর্ডার কমপ্লিট করুন ।

এরপর পেমেন্ট করে দিন । অটো ডোমেইনটি এক্টিভ হবে ।
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অর্ডার করবেন , তবুও যদি অর্ডার করতে কোনো সমস্যা হয় তাহলে পুতুলহোস্ট লাইভ চ্যাটে কথা বলে সাহায্য নিন ।
অথবা এই পোস্টে কমেন্ট করুন ।
Read More